নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল নিশ্চিন্দার গণনা কেন্দ্রে বিজেপির কাউন্টিং এজেন্টকে এবং প্রার্থীকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বিজেপির মহিলা প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এমনকি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তাঁর সাথে তাঁর স্বামীর মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
অভিযোগ, সকাল আটটা নাগাদ গণনা কেন্দ্রের মধ্যে যখন প্রবেশ করছিলেন তারা তখনই তাদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘটনায় অভিযোগের তির উঠেছে শাসকদলের দিকেই। বিজেপি প্রার্থী জানান, যে ভোটের দিন ছাপ্পা দিতে বাধা দিয়েছিলেন তারা। আর তার জন্যেই আজকে তাদেরকে মারধর করা হল বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।