নিজস্ব সংবাদদাতা: সপ্তম রাউন্ডের ভোট গণনা শেষে প্রকাশ্যে এলো বড় খবর। পশ্চিমবঙ্গের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন প্রায় ১০ হাজারেরও বেশি ভোটে।
/anm-bengali/media/media_files/tcuEn25dx7fuQUV4O0xq.webp)
এই ব্যবধান কমিয়ে কি জিততে পারবেন তৃণমূল শিবিরের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য?
/anm-bengali/media/media_files/7BabHlxRDN9nZACwjMTO.jpg)
এখন শুধুই সময়ের অপেক্ষা।
/anm-bengali/media/post_attachments/613525dea0a75dbb5c4f7cdeca27fe485d273a00f3594755e127906bc04be457.webp)