নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Election) আগে বদলাতে শুরু করেছে পাহাড়ের রাজনীতি। জানা গিয়েছে, রবিবার দার্জিলিং-এ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নেতা বিমল গুরুং (Bimal Gurung)। অজয় এডওয়ার্ড, ঘিসিংয়ের জিএনএলএফ (JNLF), বিজেপি (BJP), সিপিআরএমের (CPRM) প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অনীত থাপা (Anit Thapa) এবং তৃণমূলের (TMC) বিরুদ্ধে সংগবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে জোট রাজনীতির ভাবনা বলে মনে করাচ্ছে রাজনৈতিকমহলের একাংশ।