জনগণের টাকা নিয়ে তিনি একটা ধর্মীয় উন্মাদনা...

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, সরকারের দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেবার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, সরকারের দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেবার বিষয় সম্পর্কে, বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, "২০১১ সালে উনি ক্ষমতায় আসার পর থেকে নতুন একটা সংস্কৃতি শুরু করেছেন সেটা হল লুটব্যাঙ্ক সংস্কৃতি।

publive-image

এই সংস্কৃতির সঙ্গে সরকারি টাকাকে যুক্ত করে দেওয়া হয়েছে। তিনি সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ডিএ দিচ্ছেন না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কোনও শিক্ষক নিয়োগ করছেন না, পরিকাঠামো ভেঙে পড়েছে সেখানে চাঁদা দিচ্ছেন না, তিনি পুজোর জন্য চাঁদা দিচ্ছেন।

CPI(M) MP Bikash Bhattacharya tests positive for COVID-19

তিনি ইমাম ভাতার টাকা দেন, তিনি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য টাকা দেন। জনগণের টাকা নিয়ে তিনি একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করছেন এবং সেই কাজটা তিনি করছেন বিভিন্ন ক্লাবগুলোকে জুটিয়ে নিয়ে। এটা অত্যন্ত অনৈতিক, অসংবিধানিক এবং পশ্চিমবঙ্গের সভ্যতা বিরোধী।"



Adddd