হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিঘার পর বিঘা চাষের জমি ও ফসল

হাতি এলাকায় ঢোকার পরেও এলাকায় দেখা পাওয়া যায়নি বনদপ্তরের।

author-image
Adrita
New Update
f

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ফের হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিঘার পর বিঘা চাষের জমি ও সবজির ফসল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা এলাকায় ১৫ থেকে ২০ টি একটি হাতির দল তাণ্ডব চালায় এলাকায়। নষ্ট করে চাষের জমি ক্ষতিগ্রস্ত ফসল। যার জেরে মাথায় হাত চাষীদের।

তাদের অভিযোগ হাতি এলাকায় ঢোকার পরেও এলাকায় দেখা পাওয়া যায়নি বনদপ্তরের। মেলে না কোনও ক্ষতিপূরণও। আজ সকালবেলা সংবাদমাধ্যম খবর করতে এলে বনদপ্তরেরর এক আধিকারিক তড়িঘড়ি পৌঁছোয় এলাকায়। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত জমিগুলি। গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তরের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায় না। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন এক বিট অফিসার। 

add 4.jpeg