নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার মত জেলা যেখানে কত পরিযায়ী শ্রমিক আছে তা লকডাউনেই বোঝা গেছিল। তাদের জন্যও এবার নতুন প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচিতে । পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের মতো পরিষেবা মিলবে। শ্রম বিভাগের অধীনে শ্রমিকদের নথিভুক্তিকরণ হবে। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম রেজস্টার করতে পারবেন। হস্তশিল্পী ও তাঁত শিল্পীরা এতে তালিকাভুক্ত হবেন।
মুখ্যমন্ত্রী আগেই পরিযায়ী শ্রমিকদের এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বা বিদেশে কাজে গিয়ে কোনও সমস্যাতে পড়লে তাঁকে ও তাঁর পরিবারকে সাহায্য করার জন্যই এই সুবিধা চালু করেছে সরকার। তাই এবার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ করে দেবে সরকার। এবার স্থায়ী এবং ভ্রাম্যমান দু' ধরনের শিবিরই থাকবে।