নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ অবশেষে জল্পনার অবসান। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ।
পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত লোকসভার নন্দীগ্রাম বিধানসভা থেকেই শুরু হল দেওয়াল লিখন। সব সময় খবরের হটস্পটে থেকেছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকেই যে শুরু তা আরেকবার প্রমাণ হল। তমলুক লোকসভা কেন্দ্রের কোথাও বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন এখনো পর্যন্ত শুরু হয়নি। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রতনপুরে দেওয়াল লিখন করল বিজেপি। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি!।