নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সমাবেশে নিরাপত্তা ব্যবস্থা স্বাধীন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে বাইডেন বলেন, "ঠিক কী ঘটেছিল তা মূল্যায়ন করতে গতকালের সমাবেশে আমি জাতীয় নিরাপত্তা নিয়ে স্বাধীন পর্যালোচনার নির্দেশ দিয়েছি। এবং আমরা সেই স্বাধীন পর্যালোচনার ফলাফলগুলোও আমেরিকান জনগণের সঙ্গে ভাগ করব।"
বাইডেন আরও বলেন, "আমি সিক্রেট সার্ভিসের সঙ্গে আমার নির্দেশনায় অবিচল থেকেছি যাতে তার অব্যাহত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সম্পদ, সামর্থ্য ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাকে দেওয়া হয়।"