ভোট পরবর্তী হিংসা শুরু ভাঙড়ে

ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত ভাঙড়ে। রাতভর পুলিশ-আইএসএফের খণ্ডযুদ্ধে প্রাণ হারালেন দুই আইএসএফ কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bhangar.

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কা আগেই করা হয়েছিল। আর পরবর্তীতে তাই সত্যি হল। আরাবুল ইসলাম নিজের গড়ে হারতেই ফের অশান্ত ভাঙড়। গণনার রাতে নতুন করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। রাজ্যপালের পরিদর্শনও কাজে এল না।

রাতভর পুলিশ-আইএসএফের খণ্ডযুদ্ধে প্রাণ হারালেন দুই আইএসএফ কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফলাফল এখনও বাকি রয়েছে। অথচ তারই মধ্যে গতকাল গভীর রাতের পর থেকে আইএসএফ কর্মীদের সাথে পুলিশের বোমা-গুলির লড়াই শুরু হয়।

পুলিশের দাবি, তাদের লক্ষ্য করে বোমা ফেলেছে আইএসএফ কর্মীরা। পুলিশও পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে। পাশাপাশি রাবার বুলেট ফায়ার করেছে পুলিশ। ইতিমধ্যেই ডিসিআরসি সেন্টারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভাঙড় জুড়েও রয়েছে কড়া নিরাপত্তা।