নিজস্ব সংবাদদাতা: আজ বাংলার ক্যালেন্ডার অনুযায়ী, ৪ বৈশাখ। আর বৈশাখেই যেন জ্যৈষ্ঠর কাঠ ফাটা গরম ভোগ করছে বঙ্গবাসী। এখন প্রবল গরমের বহু দিন বাকি, আর তাতেই নাজেহাল অবস্থা বাংলার। এর মধ্যে কালবৈশাখী বা বৃষ্টির কোনও ঠান্ডা আরামদায়ক পূর্বাভাসও শোনাতে পারছে না হাওয়া অফিস। ফলে ভোগান্তির রয়েছে এখনও অনেক বাকি।
পূর্বাভাস ছিল, ১৭ এপ্রিল থেকেই লু বইবে পশ্চিমের জেলাগুলিতে। তবে তা শুরু হয়ে যায় ১৬ এপ্রিল থেকেই। যা জানা যাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ৭ জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই ৭ জেলায় আগামী কয়েকদিন লু বইবে। একই সাথে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোনও কাজ না থাকলে বেলার ৫ ঘন্টা বাড়িতে থাকা ভালো সকলের। তবে এই তাপপ্রবাহে আপাতত নাজেহাল হতেই হবে বঙ্গবাসীকে।