নিজস্ব সংবাদদাতাঃ কায়রোতে জিমন্যাস্টিকস বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জিমন্যাস্টিকে বাংলাতে ব্রোঞ্জ পদক এনে দিল বাংলার মেয়ে প্রণতি নায়েক। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার এক্স মাধ্যমে প্রণতি নায়েককে অভিনন্দন জানিয়েছেন।
তিনি 'এক্স' বার্তায় লিখেছেন, '' কায়রোতে জিমন্যাস্টিকস বিশ্বকাপ ২০২৪-এ ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আমাদের বাংলার মেয়ে প্রণতি নায়েককে অভিনন্দন ! বিশ্ব ক্ষেত্রে আরও অগ্রগতির জন্য শুভেচ্ছা ! ''
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)