WEST BENGAL: কাল বৃষ্টি বাড়বে! শুক্রবার থেকে কেমন থাকবে আবহাওয়া?

কখনও রোদ, কখনও বৃষ্টি। এখন পশ্চিমবঙ্গজুড়ে এমনটাই চলছে আবহাওয়া। কাল নাকি আবার বেড়ে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। কাল বাড়ি থেকে বেরোনোর আগে আজই পড়ে নিন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
HEAVY RAIN.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। তবে সেদিন কিছুটা কম বৃষ্টি হতে পারে এমনটাই জানা গেছে।

আগামী শনিবার এবং আগামী রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলে জানা গেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার আবার কিছুটা কমতে পারে বৃষ্টি। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই খবর। এখন যেমন তাপমাত্রা আছে, আগামী কয়েকদিন সেরকমই তাপমাত্রা থাকতে পারে। 

rectify impact.jpg