লোকসভা নির্বাচন আগে ১০০ জন কুড়মি সমাজকর্মীর তৃণমূলে যোগদান

যোগদানকারীদের কুড়মি সমাজকর্মী বলে মানতে নারাজ কুড়মি সমাজ। 

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আদিবাসী স্বীকৃতির দাবীতে নিজেদের আন্দোলনের তেজ বাড়াচ্ছে কুড়মি সমাজ। আর এর মাঝেই জঙ্গলমহল সফরে আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি যাবেন বাঁকুড়াতেও। তার ঠিক আগেই সিমলাপাল ব্লকের পার্শ্বলায় কুড়মি সমাজের ১০০ জন সমাজকর্মী তৃণমূলে যোগ দিলেন বলে দাবী করেছে তৃণমূল। যদিও যোগদানকারীদের কুড়মি সমাজকর্মী বলে মানতে নারাজ কুড়মি সমাজ। 

রাজ্য নেতৃত্বের নির্দেশে সম্প্রতি বাঁকুড়ার জঙ্গলমহলে জনতার দরবার কর্মসূচী শুরু করেছে তৃণমূল। সিমলাপাল ব্লকের পার্শ্বলা গ্রামে এক কর্মসূচী হয়। তৃণমূল নেতৃত্বের দাবী পার্শ্বলা গ্রামের সেই কর্মসূচীতে কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় একশো কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দলে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দাবী পঞ্চায়েত নির্বাচনের আগে সমাজের চাপেই সমাজ আন্দোলনে যোগ দিয়েছিলেন। কুড়মি সমাজের নেতৃত্বের দাবী কে বা কারা তৃণমূলে যোগ দিয়েছেন তা জানা নেই। তারা কোনোদিন সমাজ আন্দোলনে ছিলেন কিনা তাও জানা নেই।

Add 1