ফের রক্ত ঝরলো ষষ্ঠ দফায়, মহিষাদলে খুন তৃণমূল নেতা

ষষ্ঠ দফা নির্বাচন শুরু হওয়ার মাত্র ২ ঘন্টা আগে ফের রক্ত ঝরলো নির্বাচনকে ঘিরে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: ভোট শুরু আগেই ভোর রাতে মৃত্যু হল এক তৃণমূল নেতার। ষষ্ঠ দফা নির্বাচন শুরু হওয়ার মাত্র ২ ঘন্টা আগে ফের রক্ত ঝরলো নির্বাচনকে ঘিরে। কড়া ব্যবস্থা নিয়েও কার্যত ‘নিট ফল জিরো’ হয়ে গেল নির্বাচন কমিশনের।

WhatsApp Image 2024-05-25 at 07.20.43.jpeg

যা জানা যাচ্ছে, নিহত তৃণমূল নেতার নাম শেখ মইবুল। বছর ৪২-এর মইবুলের বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকে। বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। গতকাল বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাঁধে তৃণমূল নেতার। আর তারপরই তাঁর ওপর চড়াও হয় বিজেপির কর্মীরা। রাতেই রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক রেফার করা হয়। আর আজ ভোররাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকা থমথমে হয়ে রয়েছে। বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থেকেও যে শেষ পর্যন্ত কোনও লাভ হল না, তা আরও একবার প্রমাণিত।

ghatalvote

Add 1