এই প্রথম বার্সেলোনাতে পালিত হবে দুর্গোৎসব! অনুপ্রেরণায় মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে এবার বার্সেলোনাতেও ধুমধাম করে পালিত হবে দুর্গোৎসব ৷

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ এবার বার্সেলোনাতেও হবে দুর্গাপুজো। তবে নমঃ নমঃ করে নয়, বরং তা হবে ঘটা করেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্সেলোনা সফরকে সামনে রেখেই ৪ থেকে বেড়ে সেদেশের বাঙালি কমিউনিটির সদস্য সংখ্যা এই মুহূর্তে ১০০ পার করেছে। তাঁরা চাইছেন, এই বছর সেখানে দুর্গাপুজো হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের শুধু এই বিষয়ে উৎসাহই যোগাননি, এই পুজোয় পশ্চিমবঙ্গের বিশ্ববাংলা ব্র্যান্ডের লোগো ব্যবহারের অনুমতিও দিয়েছেন। বার্সেলোনা সফরে গিয়ে এবার সেখানকার বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় দাশগুপ্তের সঙ্গে দুর্গাপুজোর বিষয়টি নিয়ে আলাদা করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তিনি স্পষ্ট করেছেন যে, তিনি চান ধুমধাম করেই হোক এখানকার দুর্গাপুজো । দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা ৷ তাই আয়োজনে যেন কোনও কমতি না থাকে। আর স্বয়ং মুখ্যমন্ত্রীর এমন উৎসাহে আপ্লুত প্রবাসীরা। তাই এবার দুর্গাপুজো সেখানে হবে ষোলআনা বাঙালিয়ানার মেজাজেই ।

যেহেতু হাতে দুর্গাপুজোর জন্য খুব বেশি সময় নেই, তাই সুদূর কলকাতা থেকে এখন বার্সেলোনায় মূর্তি নতুন করে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই বছর যামিনী রায়ের আঁকা ছবির ডিজিটাল উপস্থাপনাকে সামনে রেখেই মণ্ডপ তৈরি করে হবে দুর্গা আবাহন। আগামী বছর কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে মূর্তি।