নিজস্ব সংবাদদাতাঃ আজ শ্রাবণ মাসের শেষ সোমাবার। আজকের দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের জন সমাগম হয়। তবে জানেন কি মহাদেব শিবের অজানা এই কাহিনি।
ইতিহাস সূত্রে জানা গিয়েছে যে, উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী আড়িয়াদহে গঙ্গার তীরে দেবাদিদেবের এমন এক প্রাচীন শিবলিঙ্গ আছে, যেটিকে ইংরেজ আমলের বড়লাট হেস্টিংস গঙ্গায় ফেলে দিতে চেয়েছিলেন।
জনশ্রুতি রয়েছে, এই শিবলিঙ্গ প্রায় ২০০০ বছরের অধিক পুরনো। এই শিবলিঙ্গে আদি দেবাদিদেব মহাদেব স্বয়ং অধিষ্ঠান করেন। এলাকার মানুষের কাছে এটি খুবই জাগ্রত। তাদের বিশ্বাস যে, এই শিবলিঙ্গে ভক্তি ভরে পুজো দিলে মনের সব মনস্কামনা পূর্ণ হয়। এটি দক্ষিণেশ্বর থেকে খুব কাছেই অবস্থিত। তাই ইচ্ছে হলে পুজো দিতে যেতেই পারেন এই মন্দিরে।