দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: এ এক অবাক কাণ্ড। স্ট্রং রুমে ব্যালট বক্স তো এল, কিন্তু ব্যালট পেপার এল না! এমনই কাণ্ড ঘটল বালিচকে।
এদিন রাত্রে ডিসিআরসি রুমে যখন ব্যালট বক্স ঢোকে, তখন দেখা যায় খালি ব্যালট বক্স ঢুকছে। বক্সে নেই কোনও পেপার। আর সেই সময়ই বিজেপি কর্মীরা ছিলেন স্ট্রং রুমের সামনে। তাদের বিষয়টি দেখে সন্দেহ হয়।
ভোট কর্মীদের চেপে ধরতেই জানা যায়, তারা খালি ব্যালট বক্সই ফেরত নিয়ে এসেছেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। পুলিশের সাথেও শুরু হয় বচসা। ভোট লুট হয়েছে বলে দাবি করেন বিজেপি কর্মীরা।
যদিও এক্ষেত্রে, ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত জানান, 'এগুলো অতিরিক্ত বক্স। কোথাও লকের কোনও সমস্যা হলে বা বক্সের সমস্যা হলে বিকল্প হিসাবে ব্যবহার করা হবে বলে আনা হয়েছে। এই সব মিথ্যে অভিযোগ'। তবে এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরে।