কাঁধে তোলা হল দেহ-নিয়ে যাওয়া হচ্ছে দাফনে! শেষ যাত্রায় বাবা সিদ্দিকি, ভাইরাল ভিডিও

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ রাতে জানা গিয়েছে, বাবা সিদ্দিকের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

ল্ক,

প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির শেষকৃত্যের জন্য প্রথমে বান্দ্রার বাসভবন থেকে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। এনসিপি নেতা সিদ্দিকির শেষকৃত্য মুম্বাই লাইনের বড়া কবরস্তানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে বুকে দুটি গুলি লেগে গুরুতর আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য আনা হয়।

গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাবা সিদ্দিকীকে ভর্তি করা হয় এবং ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডাঃ জলিল পারকার বলেন, "রাত সাড়ে ৯টা নাগাদ বাবা সিদ্দিকীকে এখানে নিয়ে আসা হয়। তিনি যখন জরুরি ঘরে পৌঁছেছিলেন, তখন তার নাড়ি এবং রক্তচাপ রেকর্ডযোগ্য ছিল না এবং ইসিজি একটি সমতল রেখা দেখিয়েছিল। আমরা তাকে আইসিইউতে স্থানান্তর করেছি।" 

বাবা সিদ্দিকি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত গুরমেইল সিংকে রবিবার ২১ অক্টোবর পর্যন্ত মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এসপ্ল্যানেড আদালত।