নিজস্ব সংবাদদাতা: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জেরে পতঞ্জলির এমডি ও বাবা রামদেবকে সশরীরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সেই সূত্রে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়েছে তাকে। নভেম্বর মাসেই এমন বিজ্ঞাপনের প্রচার বন্ধ করবেন রামদেব। এমনটাই আশ্বাস দিয়েছিলেন তিনি। তারপরেও বিজ্ঞাপন সম্প্রচারের অভিযোগে পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং যুগ্ম প্রতিষ্ঠাতা বাবা রামদেবকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি হিমা কোহলি ও আহসানউদ্দিন আমানুল্লাহ'র।
এলোপ্যাথি চিকিৎসা এবং আধুনিক ওষুধ সম্পর্কে ভুল প্রচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
আয়ুর্বেদ চিকিৎসা দ্বারা রোগ নিরাময়ের মিথ্যা দাবি করছে পতঞ্জলি। এমনটাই অভিযোগ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের।