নিজস্ব সংবাদদাতাঃ আজারবাইজান মঙ্গলবার জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সামরিক অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর আর্মেনিয়ান সমর্থিত বাহিনীর হাতে থাকা কয়েকটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সশস্ত্র বাহিনী।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আনার আইভাজোভ এক সংবাদ সম্মেলনে বলেন, "আর্মেনিয়ান (বিচ্ছিন্নতাবাদী) সশস্ত্র বাহিনীর ৬০টিরও বেশি যুদ্ধ অবস্থান এখন আমাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।"