নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইয়ে ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ ২০২৩ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। আমদাবাদের ফাইনালে সেই ভারতকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন প্যাট কামিন্সরা। শুরুতেই জোড়া হারের পরে অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠতে পারবে কিনা, সেই বিষয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। শেষমেশ টানা ৯টি ম্যাচ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরছে অজিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘আমার মনে হয় নিজেদের সেরাটা আমরা শেষ ম্যাচের জন্য তুলে রেখেছিলাম। কয়েকজন বড় ম্যাচের খেলোয়াড় জ্বলে ওঠে। আমরা টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচে শুরুতে ব্যাট করেছি। তবে আজকের রাতটা রান তাড়ার জন্য উপযুক্ত ছিল। রান তাড়া অনেক সহজ হবে বলে মনে হয়েছিল আমাদের।’
কামিন্স আরও বলেন, ‘যতটা ভেবেছিলাম, পিচ তার তুলনায় স্লো ছিল। খুব বেশি বল ঘোরেনি। সবাই পরিস্থিতির সঙ্গে যথাযথ মানিয়ে নেয় এবং আমরা সঠিক লাইনে বল করেছি।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আরও বলেন, 'আমি কিছুটা নার্ভাস ছিলাম। আপনার মনে হচ্ছে আপনি বিশেষ কিছুতে হাঁটছেন। আপনি টসের জন্য বাইরে যান এবং আপনি দেখতে পাবেন যে পুরো জনতা নীল পোশাক পরে ভারতকে সমর্থন করছে। গত দুই বছর ধরে অস্ট্রেলিয়া দলকে নিয়ে আমি গর্বিত। দল সাদা বলের দুটি শিরোপা জিতেছে।'