নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিছু অংশে রবিবার টানা দ্বিতীয় দিনের মতো তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কুইন্সল্যান্ড এবং উত্তর নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে একটি বন্য আবহাওয়া ব্যবস্থা ভারী বৃষ্টিপাত, ৫ সেন্টিমিটার (২ ইঞ্চি) পর্যন্ত শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে গেছে।
কুইন্সল্যান্ডের সানশাইন কোস্ট অঞ্চলের গ্রামীণ শহর বিয়ারবুরুমে ১২৭ মিমি (৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা প্রায় এক মাসের গড় বৃষ্টিপাত।
আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ মরিয়ম ব্র্যাডবারি বলেন, "প্রচণ্ড বজ্রপাতের আরেকটি দিন আসছে। ২০২৪ সালের প্রথম সপ্তাহ জুড়ে ঝড়ের ঝুঁকি আরও বিস্তৃত হবে। কুইন্সল্যান্ডের কিছু অংশে স্থানীয়ভাবে তীব্র বৃষ্টিপাত হবে, যার ফলে আকস্মিক বন্যা দেখা দেবে।"