তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব-শিরোনামে সন্দেশখালি! তৃণমূল বিধায়কের উপর হামলা

বাংলায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এল।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল বিধায়কের ওপর হামলা চালাচ্ছে দলেরই নেতা-কর্মীরা। তবে কালীপুজোর রাতে পরপর যে দুটি ঘটনা ঘটেছে, তা দলীয় কোন্দলের চরম নিদর্শন। আর এবার ফের শিরোনামে সন্দেশখালি। কালীপুজোর রাতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা তৃণমূল নেতা বলেই সূত্রের খবর। অভিযোগ উঠেছে বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধেও।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে কালীপুজোর উদ্বোধন সেরে যখন বিধায়ক ও তাঁর অনুগামীরা ফিরছিলেন, সেই সময়েই হামলার ঘটনা ঘটে। বিধায়ককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ৪ জন অনুগামী। একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, ন্যাজাটে একটি কালীপুজোর উদ্বোধন সেরে ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি সহ একাধিক অনুগামী। কয়েকজন বাইকে চেপে ফিরছিলেন। সেই সময় গাড়িতে হামলা চলে। শেখ আইজুল মোল্লা সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। বিধায়কের দাবি, ওই দুষ্কৃতীদের কাছে সবসময় আগ্নেয়াস্ত্র থাকে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ।