নিজস্ব সংবাদদাতাঃ আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনীর বিমান হামলায় অন্তত ছয় হিজবুল্লাহর সদস্য নিহত হয়েছে।
তিনি বলেন, গত সপ্তাহে আইডিএফের হামলায় কমান্ডারসহ হিজবুল্লাহর প্রায় ৩০ সদস্য নিহত হয়েছে।
হাগারি বলেন, 'আগাম হামলায় শতাধিক যুদ্ধবিমান একযোগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ২৭০টি পৃথক ঘাঁটিতে আঘাত হেনেছে এবং হাজার হাজার রকেট লঞ্চার ব্যারেল বের করে নিয়েছে। আঘাত হানা লক্ষ্যবস্তুগুলোর প্রায় ৯০ শতাংশই ছিল স্বল্পপাল্লার রকেট লঞ্চার, যা উত্তর ইসরায়েলে হামলায় ব্যবহৃত হতো।'
আগাম হামলার পর হিজবুল্লাহ সব মিলিয়ে ২৩০টি রকেট ও ২০টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি বলেন, 'বেশিরভাগ রকেট ও ড্রোন খোলা জায়গায় বাধা দেওয়া হয়েছে বা আঘাত হেনেছে।'