নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাজধানী মোগাদিসুর একটি সামরিক ঘাঁটিতে এক সৈন্যের গুলিতে সোমালিয়ার সামরিক কর্মকর্তা ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক সেনাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
তবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমালিয়ায় সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের সময় তাদের সশস্ত্র বাহিনীর তিন সদস্য এবং বাহরাইনের এক কর্মকর্তা সোমালিয়ায় 'সন্ত্রাসী হামলায়' নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি হামলার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও বলেছে, সংযুক্ত আরব আমিরাত এই ঘটনা তদন্তে সোমালি সরকারের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রেখেছে।
সংযুক্ত আরব আমিরাত পরিচালিত গর্ডন সামরিক ঘাঁটিতে সদ্য প্রশিক্ষিত ওই সোমালি সেনা বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ওই সেনা কর্মকর্তা।
সেনা কর্মকর্তা বলেন, "সংযুক্ত আরব আমিরাতের প্রশিক্ষক ও সোমালিয়ার সামরিক কর্মকর্তারা নামাজ পড়তে শুরু করলে ওই সেনা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সংযুক্ত আরব আমিরাতের চার কর্মকর্তা আহত হয়েছেন এবং চার সোমালি সেনা নিহত হয়েছেন।"