নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ধর্মীয় সমাবেশ লক্ষ্য করে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্মকর্তারা মঙ্গলবার নিশ্চিত করেছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কাদুনা রাজ্যের টুদুন বিরি গ্রামে রবিবার রাতে নবী মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে মুসলমানদের ছুটি পালনের সময় এই ধর্মঘটের ঘটনা ঘটে। সামরিক বাহিনীর ধারণা, তারা 'সন্ত্রাসী ও ডাকাতদের টার্গেট' করছে।
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় অন্তত ৬৬ জন আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, শিশু, নারী ও বৃদ্ধসহ এখন পর্যন্ত ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।