নিজস্ব সংবাদদাতাঃ পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট সোনার খনিতে দুর্ঘটনায় অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ প্রধান এনরিক ফেলিপে মনরয় বলেন, "খনি থেকে ১.৫ কিলোমিটার (০.৯৩ মাইল) গভীরে নিহতদের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক প্রমাণে লা রিনকোনাডা শহরে খনিটি ধসে পড়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই অঞ্চলে, শত শত ছোট খনি পরিচালিত হয়, তাদের মধ্যে অনেকগুলো যথাযথ আইনি অনুমতি ছাড়াই পরিচালিত হয়।"