নিজস্ব সংবাদদাতাঃ খাইবার পাখতুনখোয়ার (কেপি) বাজাউর জেলায় জামিয়াত উলেমা ইসলাম-ফাজল (জেইউআই-এফ) কর্মীদের সম্মেলনে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
আফগানিস্তান সীমান্তের কাছে খার শহরে একটি তাঁবুর নিচে জেইউআই-এফের ৪০০ জনেরও বেশি সদস্য ও সমর্থক জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।
খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার জানিয়েছেন, "৪৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এটি একটি আত্মঘাতী হামলা ছিল, বোমা হামলাকারী মঞ্চের কাছাকাছি বিস্ফোরণ ঘটায়।"
বাজাউরের জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, 'বিস্ফোরণে খার তহসিলের জেইউআই-এফ আমির মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন।'
খাইবার পাখতুনখোয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আখতার হায়াত খান বলেন, 'বিস্ফোরণে ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অন্যান্য বিস্ফোরক সামগ্রী সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।'