নিজস্ব সংবাদদাতাঃ গাজা সীমান্তের কাছে ইসরায়েলে হামলায় কমপক্ষে তিনজন আমেরিকান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, 'যুক্তরাষ্ট্র নিখোঁজ ও মৃত আমেরিকানদের খবর পেয়েছে এবং প্রশাসন তা যাচাইয়ের জন্য 'ওভারটাইম' কাজ করছে।'
মার্কিন সরকারের অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে, গাজায় নিহত তিন মার্কিন নাগরিকের পাশাপাশি অতিরিক্ত আমেরিকানদের বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত রয়েছে।
এদিকে, জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস 'স্থল বা আকাশপথে সম্ভাব্য যে কোনো প্রত্যাবাসনের' জন্য তাদের আকস্মিক পরিকল্পনা আপডেট করেছে। হামাস আকস্মিক হামলা চালানোর পর শনিবার দূতাবাস দূতাবাসের কর্মীদের জন্য 'আশ্রয়কেন্দ্র' জারি করে।