নিজস্ব সংবাদদাতাঃ উগান্ডার রাজধানীতে একটি বিশাল ল্যান্ডফিল সাইট ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।
/anm-bengali/media/media_files/ouDjkHe8M88rrX5UCHMh.jpg)
শুক্রবার রাতে কাম্পালার বেশিরভাগ বর্জ্য অপসারণের স্থান হিসেবে কাজ করা কিতেজি ল্যান্ডফিলটি ধসে পড়লে আরও ১৪ জন আহত হয়েছেন। কাম্পালা ক্যাপিটাল সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দু'জন শিশু।
/anm-bengali/media/media_files/EOlJTUf147LwaZ7mN3MP.jpg)
ভারী বৃষ্টিপাতের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয়, তবে শহর কর্তৃপক্ষ বলেছে যে "বর্জ্য ভরের কাঠামোগত ব্যর্থতা" ছিল।
/anm-bengali/media/media_files/NrbX1j3wYY4gURIsGQji.jpg)
উগান্ডা রেড ক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেন, 'রবিবার ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে। মূল্যায়ন এখনও শেষ হয়নি। বৃষ্টিপাতের কারণে আবর্জনার স্তূপ খননকারী উদ্ধারকারী দলের প্রচেষ্টা ধীর হয়ে যাচ্ছে।'