ভয়াবহ, প্রার্থনার সময় বন্দুকধারীর হামলা! রক্তে ভেসে গেল, নিহত ১৫

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বুরকিনা ফাসোর একটি গ্রামে প্রার্থনার জন্য জড়ো হওয়া একটি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

Add 1

ডোরির ক্যাথলিক ডায়োসিসের ভিকার-জেনারেল অ্যাবট জিন-পিয়েরে সাওয়াদোগো এক বিবৃতিতে বলেছেন, এসাকানে গ্রামে সহিংসতাটি একটি "সন্ত্রাসী হামলা" ছিল, যাতে ক্যাথলিক বিশ্বাসীদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন এবং আরও তিনজন পরে তাদের ক্ষতের জন্য চিকিৎসা করার সময় মারা যান।

cityaddnew

হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি, যার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পড়েছে জিহাদিদের ওপর, যারা প্রায়ই প্রত্যন্ত সম্প্রদায় ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, বিশেষ করে উত্তরাঞ্চলে।

স