নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে একটি মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর জঙ্গি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। জুগু অঞ্চলের প্রশাসক রুপিন মাপেলা এবং সুশীল সমাজের নেতা দিউডোন লোসা বলেন, "সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে সক্রিয় মিলিশিয়াদের মধ্যে অন্যতম কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে। এতে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী ও একজন সৈন্য নিহত হয়।"
জাতিসংঘের একটি মানবিক সংস্থা জানিয়েছে, কোডেকোর এই অভিযান ইতুরি প্রদেশে দীর্ঘদিনের মানবিক সংকটকে আরও খারাপ করেছে, যেখানে প্রায় ৩০ লাখ মানুষের সাহায্যের চরম প্রয়োজন রয়েছে।