নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বন্দরে বিস্ফোরণের ফলে অন্তত ১২ জন আহত হয়েছে।ইজমিট উপসাগরের উত্তর তীরে ডেরিন্স বন্দরের একটি শস্য ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কোকেলি প্রদেশের গভর্নর সেদ্দার ইয়াভুজ বলেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজ থেকে সাইলোতে গম স্থানান্তরের সময় গমের ধূলিকণার কারণে বিস্ফোরণটি ঘটে। তুর্কি শস্য বোর্ডের (টিএমও) সাইটে বিস্ফোরণের বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।'
কোকেলির মেয়র তাহির বুয়ুকাকিন জানিয়েছেন, 'আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, 'কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।'