নিজস্ব সংবাদদাতাঃ মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার কায়রো ও লোহিত সাগর উপকূলের মধ্যে সংযোগকারী একটি মহাসড়কে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় শহর আইন সোখনাকে সংযোগকারী আল-গালালা মহাসড়কে দুর্ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সুয়েজ গভর্নরেটে সরকারের অন্যতম জাতীয় প্রকল্প গালালা শহরে অবস্থিত গালালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দুর্ঘটনায় পড়েছিল। প্রাথমিক তদন্তে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাসের চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।