‘মণিপুরে যা হচ্ছে তা নজিরবিহীন’, স্বীকার করে নিল আসাম রাইফেলস

'মণিপুরে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা নজিরবিহীন। কখনও এই ধরনের কিছুর মুখোমুখি হইনি', বললেন আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
manipur-11-1243262-1690993638.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস যাবতই খবরের শিরোনামে রয়েছে মণিপুর হিংসা। বিচ্ছিন্ন সব ঘটনা উত্তপ্ত করে তুলেছে রাজ্য-রাজনীতিকে। আর এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল। মণিপুরের এক ভয়ঙ্কর ছবিই তুলে ধরলেন দেশের কাছে।

আসাম রাইফেলসের লেফটেন্যান্ট জেনারেল পিসি নায়ার জানিয়েছেন, "আমরা মণিপুরে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা নজিরবিহীন। আমরা কখনও এই ধরনের কিছুর মুখোমুখি হইনি। ৯০-এর দশকের গোড়ার দিকে যখন নাগা এবং কুকিরা যুদ্ধ করেছিল তখন একই রকম ঘটনা ঘটেছিল। বর্তমানে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিপুল সংখ্যক অস্ত্র যা উভয় সম্প্রদায়ের মধ্যে বেশি মাত্রায় রয়েছে৷ এর সাথে সম্পর্কিত, উভয় সম্প্রদায়ের মন। আজ, একে অপরের বিরুদ্ধে তিক্ত সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। এটাকে স্থগিত করা দরকার। মানুষের জন্য উপলব্ধি করতে হবে যে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় শান্তি”।