নিজস্ব সংবাদদাতা: বর্ষা শুরু হতে না হতেই ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসামে। এখনও পর্যন্ত এই বন্যার কারণে ৫৮ জন মারা গেছে আসামে।
এই বন্যায় ২৪ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। ত্রাণ শিবিরেই দিন কাটছে তাদের। প্রশাসনের তরফে দাবী করা হয়েছে জল আস্তে আস্তে নামতে শুরু করেছে।
কিন্তু এরপরেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবরকম ভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।