আসামে বন্যায় ২৪ লক্ষ মানুষ ঘরছাড়া!

বন্যার কারণে আসামে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
ytrjhe4

নিজস্ব সংবাদদাতা: বর্ষা শুরু হতে না হতেই ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসামে। এখনও পর্যন্ত এই বন্যার কারণে ৫৮ জন মারা গেছে আসামে।

Assam flood situation deteriorates, 16.50 lakh people affected in 29  districts

এই বন্যায় ২৪ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। ত্রাণ শিবিরেই দিন কাটছে তাদের। প্রশাসনের তরফে দাবী করা হয়েছে জল আস্তে আস্তে নামতে শুরু করেছে।

About 11 lakh people hit by floods in Assam, rivers breach danger mark in  Arunachal Pradesh | India News - News9live

কিন্তু এরপরেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবরকম ভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।



Adddd