বড় খবর: অ্যাসপার্টাম যুক্ত খাবার খেতে পারেন, বলছে হু

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানাচ্ছে, একজন ব্যক্তি তাঁর শরীরের ওজন অনুসারে প্রতিদিন ৪০ মিলিগ্রাম পর্যন্ত অ্যাসপার্টাম নিতে পারেন। সেই পরিমাণ অ্যাসপার্টাম স্বাস্থ্যের জন্যে নিরাপদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
২৭শে জানুয়ারি করোনা নিয়ে জরুরি বৈঠক ডাকল WHO

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এই অ্যাসপার্টাম নিয়েই এক সপ্তাহ আগে অশনি সংকেত দিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর সাতদিনের মধ্যেই বদলে গেল ধারণা। হু সম্প্রতি জানিয়েছে, সেবন করা যাবে অ্যাসপার্টাম। বা বলা ভালো, অ্যাসপার্টাম যুক্ত খাবার খেতে কোনও বাধা নেই সাধারণের প্রতি। তবে শুধু মেনে চলতে হবে কিছু নিয়ম।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানাচ্ছে, একজন ব্যক্তি তাঁর ওজন অনুসারে প্রতিদিন ৪০ মিলিগ্রাম পর্যন্ত অ্যাসপার্টাম নিতে পারেন। সেই পরিমাণ স্বাস্থ্যের জন্যে নিরাপদ।

হু-এর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিভাগের ডিরেক্টর, ডঃ ফ্রান্সেস্কো ব্রাঙ্কা, এই বিষয়ে জানিয়েছেন, “অ্যাসপার্টাম মূল্যায়ন করে দেখা গেছে, সাধারণত ব্যবহৃত ডোজগুলি নিরাপদ। তবে তা নিতে হবে সীমিত পরিমাণেরই। তবে মানুষজন এর পরিমাণ না বুঝেই সেবন করেন। আর তাতেই শরীরে বাসা বাঁধে মারণ রোগ ক্যান্সার”। তবে পরিমাণে অ্যাসপার্টাম নিলে তা আর ক্ষতিকর নয়, বলেই জানিয়েছে হু।