আবর্জনার স্তূপ! কর্মবিরতিতে সাফাই কর্মীরা

বারবার বলা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই মঙ্গলবার থেকে তারা কর্মবিরতি শুরু করে আন্দোলন শুরু করেছেন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
jhargram municipality

ঝাড়গ্রাম পৌরসভা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির ফলে ঝাড়গ্রাম পৌর এলাকায় জমছে নোংরা-আবর্জনার পাহাড়। প্রায় ৫০ জন অস্থায়ী কর্মী মঙ্গলবার থেকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি শুরু করেছেন। যার মধ্যে রয়েছে লোডিং-আনলোডিং ও সাফাই কর্মীরা। তাদের দাবি, মাত্র পাঁচ হাজার টাকা তাদের বেতন দেওয়া হয়। তাতে কি করে সংসার চলবে? বারবার বলা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই মঙ্গলবার থেকে তারা কর্মবিরতি শুরু করে আন্দোলন শুরু করেছেন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে। ফলে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা জমতে শুরু করেছে।  যার ফলে সমস্যায় পড়ছেন ঝাড়গ্রাম পৌরসভার নাগরিকরা।