নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত অ্যালেক্সেই নাভালনির (Alexei Navalny) স্মরণসভায় যোগ দিয়েছিলেন শতাধিক অনুগামী। এমন 'অপরাধের' জন্য ১৫৪ জনকে জেলে পাঠাল রাশিয়ার প্রশাসন।
গত শুক্রবার নাভালনির মৃত্যুর খবর আসে। তার পর থেকেই গোটা রাশিয়া জুড়ে একাধিক স্মরণসভা ও শোকসভার আয়োজন করেন নাভালনির সমর্থকরা। তার জেরেই দেশের আইন লঙ্ঘিত হয়েছে বলে রুশ প্রশাসনের দাবি। তাই নাভালনি সমর্থকরা যেখানেই ফুল দিয়ে প্রিয় নেতার উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছেন, সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি চালিয়েছে পুলিশ।
দেশের নানা এলাকায় সাদা পোশাকে টহল দিচ্ছে রুশ পুলিশবাহিনী, যেন নাভালনির জন্য শোকসভাগুলোর উপরে নজরদারি চালানো যায়।