নিজস্ব সংবাদদাতাঃ ইকুয়েডরে জরুরি অবস্থা জারির মধ্যে মঙ্গলবার গুয়ায়াকুইল ভিত্তিক নেটওয়ার্কটি সম্প্রচারের সময় হুডধারী ও সশস্ত্র ব্যক্তিরা একটি সরাসরি টেলিভিশন সম্প্রচার ব্যাহত করে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, ব্যাকগ্রাউন্ডে গুলি ও চিৎকার শোনার পর হুডযুক্ত ব্যক্তিরা কর্মীদের জোর করে মেঝেতে নিয়ে যায়। রাষ্ট্রীয় মালিকানাধীন টিসি টেলিভিশনে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইকুয়েডরের জাতীয় পুলিশ টুইটার জানিয়েছে যে 'বিশেষায়িত ইউনিট' মিডিয়া স্টেশনে জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়েছে।
সূত্রে খবর, প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর বেশ কয়েকটি বিস্ফোরণ, পুলিশি অপহরণ ও কারাগারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
ন্যাশনাল পুলিশ জানিয়েছে, নোবোয়ার ঘোষণার পর থেকে তিনটি ভিন্ন শহরে কমপক্ষে সাতজন পুলিশ এজেন্টকে অপহরণ করা হয়েছে।
উল্লেখ্য, সংশোধনমূলক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অপরাধী গোষ্ঠী "লস চোনেরোস" এর নেতার কারাগার থেকে পালানোর কারণে ইকুয়েডরে দাঙ্গা শুরু হয়েছিল।