দেশে মেয়র নির্বাচনের প্রচারণায় সশস্ত্র হামলা! আহত নারী

মেয়র নির্বাচনের প্রচারের সময় দেশে হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির মেয়র নির্বাচনের প্রচারণার সময় সশস্ত্র হামলায় এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া।

ad11rain

ইয়ারলিকায়া জানিয়েছেন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুকুকচেকমেস জেলায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

aad

হামলাকারীরা লম্বা নলের নল বন্দুক ও পিস্তল দিয়ে গুলি চালালেও তাদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

aad

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান  হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের গণতন্ত্র, ঐক্য ও সংহতির ওপর কোনো আঘাত সফল হবে না।' আগামী ৩১ মার্চ তুরস্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।