ধর্মঘটের যেরে পুলিশের সাথে বচসা, মারধোরের অভিযোগের, আটক কর্মী সমর্থকরা

তুমুল উত্তেজনা।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। নিহত তরুণীর নারকীয় হত্যার ঘটনায় উপযুক্ত বিচারের দাবীতে আজ গোটা দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে। গত ১৪ আগস্ট আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে একদল দুষ্কৃতী প্রমাণ লোপাটের চেষ্টায় হামলা চালায়।  

RG Kar doctor death case | RG Kar Hospital vandalism: BJP demands Bengal  chief minister Mamata Banerjee's resignation - Telegraph India

এই আবহেই আজ ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUCI. আজ সকাল থেকেই তারা ধর্মঘটে নেমেছে। মেদিনীপুর কলেজের সামনে SUCI কর্মী সমর্থকদের মারধোরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কর্মী সমর্থকরা পুলিশের সাথে এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েছে। যার ফলে প্রায় ১৫ থেকে ২০ জন SUCI কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যায় পুলিশ। 

West Bengal Lok Sabha Election 2024 Live: রণক্ষেত্র টিটাগড়, অর্জুনকে কালো  পতাকা, লাঠিপেটা বাহিনীর - Bengali News | West Bengal Lok Sabha Election  2024 Phase 5 Voting Live News Updates In Bangla,

এছাড়াও কালেক্টারেট মোড়ে পুলিশের সাথে কর্মীদের সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়।

 বনধ তুলতে গেল পুলিশ, এগিয়ে এলেন মহিলারা! কোচবিহারে যা ঘটল, অভাবনীয় –  News18 বাংলা

Adddd