নিজস্ব সংবাদদাতাঃ '৭ তারিখের আগে ৭ হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থ দফতরের লোকেরাই নোট পাঠিয়েছেন', এমন বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি, অর্থ দফতরের বাজেট সেলকে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা ঋণের আবেদনের নির্দেশ।
লোকসভা ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনী তহবিল গড়বে তৃণমূল।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)