National Sports Day: যা বলে ফেললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী…

ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষ্যে নিজের মনের কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ জাতীয় ক্রীড়া দিবস। খেলাকে সম্মান জানানোর দিন। খেলোয়াড়দের কৃতজ্ঞতা জানানোর দিন। আর সেই দিন নিজের মনের কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “National Sports Day উপলক্ষ্যে, আমি আমাদের সকল ক্রীড়াবিদ, কোচ এবং যারা ভারতীয় ক্রীড়াকে গঠনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উদযাপন করার সময়, আসুন আমরা ভারতকে একটি খেলাধুলার পাওয়ার হাউসে পরিণত করার শপথ গ্রহণ করি”।

 

এদিন হকি কিংবদন্তির মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনও করেন ক্রীড়ামন্ত্রী।