নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আগাম নির্বাচনের দাবিতে আবারও রাস্তায় নেমেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, শনিবার তেল আবিব, সিজারিয়া ও হাইফার রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা নেড়ে এবং তাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে জিম্মিদের মুক্তির আহ্বান জানায়।
তেল আবিবে বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা গেছে, "আমরা ভীত নই; আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমরাই দেশটাকে ঠিক করে দেব। কফিনে নয়, আমরা তাদের (জিম্মি) জীবিত ফেরত চাই।"
আরেকটি ব্যানারে 'ধর্ম ও রাষ্ট্রের বিভাজনের' আহ্বান জানানো হয়েছে এবং একটিতে বলা হয়েছে, 'নেতানিয়াহু ইসরায়েলের জন্য বিপজ্জনক'।
জানা গিয়েছে, হাইফার বিক্ষোভকারীরা সরকারকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে নেতানিয়াহুকে 'দোষী, দোষী, দোষী' বলে অভিহিত করেছে।