দেশে আগাম নির্বাচন...প্রধানমন্ত্রীর পদত্যাগ! এবার সোজা পথে নামল জনগণ

ইসরায়েলে অব্যাহত সরকারবিরোধী বিক্ষোভ।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আগাম নির্বাচনের দাবিতে আবারও রাস্তায় নেমেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, শনিবার তেল আবিব, সিজারিয়া ও হাইফার রাস্তায় বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা নেড়ে এবং তাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে জিম্মিদের মুক্তির আহ্বান জানায়।

তেল আবিবে বিক্ষোভকারীদের স্লোগান দিতে শোনা গেছে, "আমরা ভীত নই; আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমরাই দেশটাকে ঠিক করে দেব। কফিনে নয়, আমরা তাদের (জিম্মি) জীবিত ফেরত চাই।" 

আরেকটি ব্যানারে 'ধর্ম ও রাষ্ট্রের বিভাজনের' আহ্বান জানানো হয়েছে এবং একটিতে বলা হয়েছে, 'নেতানিয়াহু ইসরায়েলের জন্য বিপজ্জনক'।

Add 1

জানা গিয়েছে, হাইফার বিক্ষোভকারীরা সরকারকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে নেতানিয়াহুকে 'দোষী, দোষী, দোষী' বলে অভিহিত করেছে।