নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, নেপালের তানাহুন জেলায় ৪০ জন আরোহী নিয়ে একটি ভারতীয় যাত্রীবাহী বাস মার্সিয়াংদি নদীতে পড়ে গেছে। বাসটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। বাস দুর্ঘটনাস্থল থেকে এখনও ১৪ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন জানা যাচ্ছে, নেপাল সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিপ্যাড থেকে তানাহুন জেলার ঘটনাস্থলে পৌঁছেছে।