নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, নেপালের তানাহুন জেলায় ৪০ জন আরোহী নিয়ে একটি ভারতীয় যাত্রীবাহী বাস মার্সিয়াংদি নদীতে পড়ে গেছে।
এই বিষয়ে জেলা পুলিশ অফিস তানাহুনের ডিএসপি দীপকুমার রায়া বলেন, 'ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেটের বাসটি নদীতে পড়ে আছে।'
পুলিশ জানিয়েছে, বাসটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। ঘটনার তদন্ত চলছে।