নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গত মাসে আকস্মিক আক্রমণ শুরু করা সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর একটি জোট চীনের সঙ্গে দেশটির উত্তর-পূর্ব সীমান্তে একটি প্রধান বাণিজ্য গেট দখল করেছে।
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির মুখপাত্র লে কিয়ার উইন বলেন, "উত্তর শান রাজ্যের মিয়ানমার-চীন সীমান্ত সংলগ্ন মিউজ টাউনশিপের পাঁচটি প্রধান বাণিজ্য গেটের মধ্যে একটি কিয়েন-সান-কিয়াওত সীমান্ত গেট শনিবার জোট বাহিনী দখল করে নিয়েছে। মিউজ ১০৫ মাইল বাণিজ্য অঞ্চল হোস্ট করে এবং চীনের সঙ্গে সর্বাধিক পরিমাণে বাণিজ্য রয়েছে। এক মাসের তীব্র লড়াইয়ের মধ্যে জোট বাহিনীর দখলে থাকা এটি চতুর্থ সীমান্ত ক্রসিং। আমরা জান্তা নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আমাদের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে আক্রমণ করেছি।"