খুন পঞ্চায়েত প্রধান, ভরা হাটে বোমা মেরে পালিয়ে গেল দুষ্কৃতীরা

আমডাঙা পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন করা হয়েছে। হাটের দখলদারি নিয়ে দুই পক্ষের লড়াই চলছিল। সেখান থেকেই এই খুন। মৃতের দাদা দাবি করেছে, পারিবারিক বিবাদের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
d1 editted .jpg

নিজস্ব সংবাদদাতা:  বৃহস্পতিবার সন্ধ্যায় বোমার আঘাতে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার আমডাঙা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের। সন্ধ্যার সময় তিনি স্থানীয় হাটে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই  সময় দুষ্কৃতীরা তাঁর ওপর বোমা ছুঁড়ে মারে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রের খবর, হাটের দখলদারি নিয়ে দুই পক্ষের লড়াই ছিল। সেই কারণে রূপচাঁদ মণ্ডলকে খুন করা হতে পারে। অন্যদিকে, মৃতের দাদা জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।