রূপশ্রী প্রকল্পের আবেদনে চাওয়া হল কাটমানি! বড় অভিযোগ TMC'র বিরুদ্ধে

রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়েও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল।

author-image
Aniruddha Chakraborty
New Update
TMC FLAG

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়ে টাকা চাওয়ার অভিযোগ। পাঁচ হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার পার্বতীপুর গ্রামের বাসিন্দা শেখ সিরাজুল। তাঁর বক্তব্য, তিনি মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন পঞ্চায়েতে। অভিযোগ, বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবির আলি সেই ফর্মে সই করতে অস্বীকার করেন। বরং তাঁকে বলা হয় পাঁচ হাজার টাকা না দিলে সই করা হবে না।

সিরাজুলের অভিযোগ,  টাকা না দেওয়ায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে বিধায়ক ও পঞ্চায়েত প্রধান-সহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেছেন শেখ সিরাজুল। পঞ্চায়েত প্রধান পূজা হাজরার বক্তব্য, “সরকারি এই প্রকল্পের জন্য কোনো টাকা নেওয়া যায় না। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য সাবির আলির অবশ্য বক্তব্য,  “এসব বিরোধীদের চক্রান্ত। বদনাম করার জন্যই এই ধরনের কথা বলা হচ্ছে।”